গোছানো পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছিলে
কিন্তু হাঁটতে গিয়ে বুঝেছিলে পথ কতটা বন্ধুর
যখন মাঝি ছেড়েছিল নাও
তখনই তুমি ধরেছিলে হাল ৷
অনেক তুফান অতিক্রম করে তুমি
আজ নোঙর ফেলেছো প্রতীক্ষিত বন্দরে
আমি শুধু তুফানের গল্প শুনেছি
কখনো সাধ্যের মধ্যেই নির্দেশনা দিয়েছি
তাই, আজ আমিই বোধহয় সবচেয়ে খুশি
যে ঘরটা আমাদের আলোচনা চলত
তার দ্বার রুদ্ধ করা হলো সময়ের দাবী
তবে কুঁড়েটা এখনো ভেঙে যায়নি
এখান থেকেই জানালা খুলে দেখে নেব
তোমার সহযাত্রীর নাউয়ের পাল
কিংবা ধরে থাকা হাল৷
আজ মুক্তির স্বাদে আমার সাধ পূর্ণ
মগ্ন চৌকাঠে বসেও তৃপ্তির অনুভব
দৃষ্টি দাও বা না দাও বয়ে যাবে নদী
মোহনার খোঁজে,
শব্দের সিঁড়ি বেয়ে জানাই তোমার
আমার ঐকিক শুভেচ্ছা ৷