জনম ধরে কালির দোয়াত নিয়ে
পরম সুখে লিখে গেছি গান,
মনের আকাশ শুভ্র মেঘে ছেয়ে
নরম হাওয়া জুড়িয়েছে প্রাণ ৷
জীবন তরী কূলে আসার আগে
মেঘ জমেছে নীলাম্বরের গায়,
বজ্রসহ তুফান দেখে ভাবি
কালির দোয়াত উল্টে গেছে হায় ৷
শরৎ সকাল বিভৎস এক রূপে
সমভূমি অনর্থে আজ ডুবে,
হাল ভেঙেছে গহিন সাগর মাঝে
সূর্য বুঝি উঠবে না আর পুবে ৷
বর্ণগুলো বর্ণ হারা আজ
হারিয়েছি শব্দ অলংকার
জীবন খেলায় হার মেনেছি যেন
বিদায় দিয়ে শত্রু অহংকার ৷