#শুনছ_নজরুল?
কত কথা লিখে গেছো হায়
হয়েছো তুমি গরিবের সহায়
দেখেনি কখনো একচোখো যারা,
মানুষের লাগি জীবন হয়েছে হারা
তবু তোমার রক্তলেখায় জ্বলে আগুন
বলে যেন, ঘুম ছেড়ে এবার আপনারা জাগুন ।
কত কালি ফুরিয়েছে কবি দীর্ঘকাল ধরে
একালের বার্তা জানি না তোমার কবরে
পৌঁছায় কি না; নিষ্ঠুর আগুন হিংসার তেজে
কত মিথ্যা ছড়িয়ে আজ কত ফেসবুক পেজে
বিগত মনীষীর সেই মিলনের বানী
হারিয়েছে কোথায় কীভাবে তা জানি ।
কোন পথে এলো এই প্রলয়ের ঢেউ
প্রতিরোধ গড়তে আছে নাকি কেউ ?
নীল গ্রহ আজ বিষে হয়ে লীন
সুন্দর ভূমি আমার হয়েছে মলিন;
তোমার কৈফিয়ত তুমি দিয়ে গেছো
মাসজিদের কাছে তুমি সমাধি পেয়েছো
বহু ভুলেও তুমি ভুল করোনি মিলনের বানী দিতে
সারাটা জীবন কাটিয়ে দিয়েছো ভারতবাসীর হিতে ।
রাত্রি নিশীথে যাত্রীরা আজ
দিন দুপুরে সাজিয়া সাজ
ভুলেছে তোমার সতর্কবানী
ছুটেছে যেন সব বন্যপ্রাণী
দেখি না তাদের, যারা বইবে মহাভার
প্রশ্নের মুখে টলমল তরী; কে করিবে পার?
শান্ত সমাধি হয়ে আছে ওপারে তোমার কবর
পেলে তুমি আজকের ঝড়-তুফানের কোন খবর?
কেউ হয় না পুণ্য ভূমিতে তোমার মতো নজরুল
ভাঙে না কেউ-ই হিংসা বিদ্বেষ ভেঙে নীতির ভুল।