আটপৌরে পরিবারের স্বপ্নের ঘর অন্য
সেখানে যুদ্ধ থাকলেও হাতিয়ার থাকে না
স্বপ্নের চূড়ায় ওঠা সামাজিক ভাবে মানা
জীবন যাপিত হয় শুধু জীবনের জন্য।
প্রজন্মের জন্ম নিয়ে কত রীতি, কল্পবিভা
প্রস্তুতির পরিসর তখন স্বপ্নের দৌড়ে
দম্পতির মিলন বাঁচে যেন নৌকার দাঁড়ে
কূলে নিতে খরচ হয় যাবতীয় প্রতিভা ।
এভাবেই চলে আসে আমাদের হাকিকত
কর্পূরের মতন উবে যায় শ্রেষ্ঠ যাপন
অসম মানসে নামে শুধুই অভিসম্পাত
একমাত্র নিজেকেই ভাবি একান্ত আপন।
নিশুতি নীরবতায় ভাবনার সাগর সেঁচে
শ্রেষ্ঠ যাপন আমার এখানেই দেখি বেঁচে।
২০১০২০১৯
চাপড়া