অভিধান খুলে শব্দ খু্ঁজি অবিরাম
সব ঋতুর নির্যাস নিয়ে গদ্যময়
কাব্যের অবগুণ্ঠন যদি খোলা হয়,
কী হবে আমার কবিতার শিরোনাম?
অমাবস্যা পাথরের পাঁজর ভাঙেনি
লোকালয়ে ভাঙে পাখিদের কচিডানা
দেখেনি আরামি লোক; করেনিকো মানা
পথ গেছে ঘুরে তবু বরফ জমেনি।
তাই তো খুঁজি শূন্যলোকে, খন্ড শিলায়
পথের বাঁকে, তৃষ্ণার্ত সাহারার বুকে
কেবল একটা শিরোনাম নেব দেখে
মানুষ যেন মানুষের বুক মেলায় ।
দৃশ্যবিহ্বল ভাবি মন-মগজ চষে
শিরোনাম খুঁজি জগতের শব্দকোষে।
১৬০৩২০২০
শিয়ালদহ