কুচকুচে কালো কাক
আর ধবধবে সাদা ইঁদুর
পরিব্রাজকের পালকির বাহক।

অঙ্কুর থেকে ছুটেছে
থেমেছে স্বপ্নের আগেই
বেহারা আর দেখা যায় না।

আলো কিংবা আঁধার যাইহোক
সে যাত্রার কোন পরিব্রাজক
কখনো ফিরে আসে না।

২২০৭২০২০
কুলগাছি