আমরাও মানুষ, হ্যাঁ আমরা মানুষ,
আমি এক ইয়ামেনী নারী,
কঙ্কালসার দুগ্ধপোষ্য সন্তানের মা;
আকাশ থেকে বর্ষিত শান্তি থেকে বঞ্চিত৷
আমি দিনে রোজা রাখি,রাত্রে অনাহারে থাকি৷
আর শুকনো স্তনে মুখ লাগিয়ে খোঁজে অধিকার
আমার কোল জোড়া কলিজার টুকরা৷
আমি ফিলিস্তিনির কিশোর বলছি,
ইজরাইলী কুকুরের বিষাক্ত কামড়ে
আমার উপার্জনশীল বাবা শহিদ হয়
মারণ ক্ষেপণাস্ত্র যখন আমাদের মেরে ফেলে
ধ্বংস করে আমাদের স্কুল, সবুজ মাঠ
আমরা পাথর ছুড়ে জানিয়ে দিই—
আমরা এখনো বেঁচে আছি;
মৃত্যুর আগে আমরা মরব না—
একথা জানাতেই আমরা বেঁচে থাকি ৷
আমি ভারতের অসহায় নারী বলছি—
হিংস্র জানোয়ারের পাশবিকতার সাক্ষী
আমার রুগ্ন স্বামীর চিকিৎসা দরকার,
আমার অন্যায়— আমি জানতাম না যে,
হাসপাতালেও রয়েছে ভাগাড়ের কুকুর ৷
উপরের প্রদেয় শান্তির ছোঁয়া থেকে বঞ্চিত
আমার বোন,
প্রতিবন্ধীর প্রতি শেয়ালের বিরত্ব দেখলাম,
হ্যাঁ!আমি তার অসহায় সাক্ষী৷
হে নপুংসক পৃথিবীবাসী!
তোমরা মৃত, আর তোমরা অবশ্যই পুরুষত্বহীন;
আমরা আরাকানের ভূমিকে ভালোবাসি
আমাদের রক্তের ছোপ লেগে আছে
রাষ্ট্রপুঞ্জের ভাষণে,
রজস্রাবের অধিকারী সুকির নোবেলের গায়;
নিষ্পাপ শিশুর ভয়ার্ত কচি মুখ
ওদের বিনোদন৷
আমরা মানুষ, হ্যাঁ আমরাই মানুষ,
কারণ আমরা অত্যাচারিত, অত্যাচারী নই৷
বিধ্বংসী মারণাস্ত্রের প্রতিবাদ করি
পথে পতিত নুড়ি পাথর ছুঁড়ে;
শুধু এটা জানাতেই যে,
আমরা সন্ত্রাসী, এখনো বেঁচে আছি৷