বুঝিনি বলেই হিসাব ছাড়া দাঁড়িয়ে আকাশতলে
দেখছি বিষের থলি নিয়ে সব নাচছে শতদলে ।
হিংসায় ভরে মনটা হয়েছে নিষ্ঠুর উপলিকা
মানুষ মানুষে ভালোবাসা যেন হয়ে গেছে স্মরণিকা ।
মাতাল তরণি বয়ে যায় শুধু কালের স্রোতে ভেসে
কোন দরিয়ায় তলিয়ে যাবে দেশটা অবশেষে!
কত পাখি আজ শিখেছে দেখি নবীন তোতার বুলি
পাশবিক যতো ভাবনা মাথায় ঢেকেছে মানবখুলি
সকালের পাখি বিকালে এসে যে সব কন্ঠে গায়,
চিরপরিচিত কোকিলকন্ঠ সেই ভাষাতে নাই ।
অপকুয়াশা এইভাবে যদি বেড়ে যায় প্রতিদিন,
সোনালী সকাল গোধূলি সন্ধ্যা হবে যে অর্থহীন ।
শত আশার জাল বুনেছিলো শতদল মাঝখানে
শত চিন্তার বিণ বাজে আজ জনতার দুই কানে ।
সব হারিয়ে ধ্বংসের পরে দেখে খুলে দুই আঁখি
বেঘোরে মরে পড়ে আছে সেই সকালের দুই পাখি ।
১৬০৩২০২১
কুলগাছি