এক মুঠো শস্যদানায় যেটুকু শঠতা
তা হাত বেয়েই পড়ে গেছে;
এক আকাশ তারার পলকে৷
বয়স্ক চাতুর্যে চোখ মেলেনি সোনালি হরিণ
এরই মাঝে হেঁটে গেছে পথ বিপথের মোহনে;
ঝরা ফুল কতটা কুমারী তা কোন প্রশ্নই নয়
নাম সেই সুরঞ্জনা।
নখ-দাঁত হারিয়ে বোঝাটা তুলে নেয়,
ন্যুব্জ দেহটা সজ্জিত সত্যের বোঝায়—
কিংবা আরো কদাকার অব্যক্ত নিষ্ঠা৷
শূন্য মুঠোই সেঁটে আছে সেই পুরানো শঠতা৷
১৮১১২০১৭
কানিবামনি