সংশয়ে আচ্ছন্ন হলে রূপ-রস ব্যর্থ হয়
বিনোদনও পারিপার্শ্বিক সৌন্দর্য হারায়
ঈমানের দাবীগুলো বুদ্ বুদ্ করে ওঠে
নফসে লাওওয়ামা ফিস্ ফিস্ করে ঠোটে।

তুলিটানা গল্পের ছবি ডাকে জ্যোৎস্না রাতে
কবিতার ফ্যানপেজ ডাকে; কালো দাগ তাতে
শূন্যতা ভরে যায় অন্তর বিবিধ ঝঞ্ঝায়
যিকিরের প্রভাব আসে না আর লতিফায়।

পাজর ভাঙে একাকী ভাবনার হিমালয়
কোন ফাঁকে নফসে আম্মারা মেশে দেহময়
বিষাক্ত কুফরির ফনায় মন ভরে দুখে
অনুভূতি জেগে ওঠে কেবল সংশয়ী চোখে।

যন্ত্রণা বলতে পারোনি হাজারো কবিতায়
সব ব্যথা দূর করো শুধু একটা সেজদায়।

২৬০৮২০১৯
চাপড়া
(#কখনো_কখনো_মাত্র_একটা_সেজদা
#সব_যন্ত্রণার_নিরাময়)