সিয়াম সাধনা যদি ইবাদত গুণে
পৌঁছিয়ে যায় তোমার শাহি দরবারে
সব মসিবত সহে যাবো এই প্রাণে
ডুবে যাবো সহাস্যে মৃত্যুর সরোবরে
গৃহীত হয় যদি ত্রুটি ভরা আমল
তারাবীহ সাহরি, প্রতিটি ইফতার
জেনে যাবো রমাদ্বানের প্রতিটি পল
সার্থক হবে ঈদুল ফিতর আমার।
মাফ চেয়ে বার বার কেঁদেছিল আখি
অবাধ্য অন্তর চেয়ে ছিল তোমার
করুণার পানে; মন ভরে আশা রাখি
কবুল করেছো দান জাকাত-ফিতরার
কাটতে পেরেছি যদি শয়তানী ফাঁদ
তবেই সুন্দর এ সওয়ালের চাঁদ।
২৪০৫২০২০
কুলগাছি