সে অনেক কথা ! বানোয়াটও আছে
মূল্যবোধের বোধিকা রচনা হচ্ছে
ভেবেছিলাম কয়েক ফোটা অনাচার
রাজনৈতিক ছোঁয়া আর খবরদারী ভিক্ষা
গায়ে সবুজ চাদর জড়ানো
তেরঙা দোপাট্টা কিংবা অন্য কোন রঙ
এদের ভাঁড়ামি দেখার চোখ কই?

জ্ঞান সিদ্ধ; পোড়া রঙেই মূর্খরাজ
সহজে সহপাঠি হতে পারেনি; মনে নেই ওর
আমাকে চেনা তো লজ্জার উপকরণ
তার চেয়ে অধর্ম আর মুর্খের স্বর্গ…
বলছিলাম না— সে অনেক কথা ৷

১০০১২০১৯
   চাপড়া