ঈদ এসেছে ঘরের দ্বারে সওয়াল চাঁদে চড়ে,
খুশির নিশান উড়িয়ে সবাই আনন্দেরই গড়ে
মিলছে দেখো মুয়ানাকায়
মনে যেন মন মিলে যায়
দুঃখ রেখে অতল তলে উল্লাস ঝরে পড়ে৷
বানভাসি এই খুশির লহর মিলন মেলার ক্ষণে,
লেবাসধরে খুশবু বাহার নবিন- প্রবীণ মনে;
অাঁধার মনে আলো জ্বেলে
গরীব-আমির বক্ষে মেলে
দ্বন্দ্ব ভুলে এক কাতারে, কাঁধ মেলাই প্রতি জনে৷
পিতা হারা কোন এতিম শিশু মায়ের আঁচল ধরে
যদি কচি মনের ব্যথা তোমার, আসে দৃষ্টির পরে
অশ্রু দানার পতন কালে
স্নেহ চুম্বন তার ছোট্ট গালে
এঁকে দিও; খুশির মাতন ভরিও ঐ বিধবার ঘরে৷
নিঃস্ব বাবা সব হারিয়ে সন্তানেরই সুখের খোঁজে
একটু যদি কম হয় তোমার পোষাক কিংবা ঈদের ভোজে,
আর চেয়ো না বাবার কাছে
কত যে ব্যথা লুকিয়ে আছে
শুষ্ক হাসির প্রাণ ফেরানো? কষ্টটা ঐ নিঃস্ব বাবাই বোঝে৷
টাকার জোগাড় হয়নি বলে অনুঢ়া বোনের মুখ
বড়ো ভায়ের চিন্তা ঘিরে বোনের মনের সুখ
মুখ বুজে সব কাজ করে যায়
চিন্তা ক্লিষ্ট মুখের আভায়
সবই জেনে দুভাই-বোনে লুকিয়ে রাখে দুখ৷
এরই মাঝে সওয়ালের চাঁদ নীল আকাশের গায়
খুশির লহর ছড়িয়ে দিতে শহর থেকে গাঁয়
দুখের ঘরে প্রলেপ দিয়ে
আসন্ন সুখ মাথায় নিয়ে
সুখী-দুখী একই সাথে ঐ মিলন মেলায় যায়৷
২৬০৬২০১৭
কুলগাছি৷