বছর বছর রোজা আসে সংযমের শিক্ষা নিয়ে
নিয়ম-মাফিক রোজা তো আত্মত্যাগের জন্যই,
মাস ধরে অনাহারে থাকলে কিছু অর্থ বাঁচে,
বাঁচে কি?
মূল্য আগুন ফলের; গরম বিকেলের বাজার
অর্থনীতির নিয়মে কিনা জানা নেই
চাহিদার গুণ বলে মনে হয়৷
উন্মত্ত কাম-রিপুর বিরুদ্ধে রোজা কার্যকরী—
হাদীসের বাণী৷
সারা দিনের বকেয়া ইফতারে মেটায়
থাকে কার্বহাইড্রেড, প্রোটিন, ফ্যাট, খনিজলবণ
অনুপাতের হেরফের শুধু৷
সকালের জবানে যদি বেরোয় পরনিন্দা
তাহলে সংযম হলো কই?
কটু বাক্য প্রয়োগ করে যে সংলাপ
সেকি রোজাদারের?
সংযত খাদ্যগ্রহণে সংযমের আবহ গড়ে
মনের মন্দিরে
সংযম আনবে রোজা;
আহারে,বিহারে,নজরে, বাক্য ব্যয়ে, রিপুর চক্রান্তে,
লাভজনক হবে অনাহার, সম্ভোগ ত্যাগের,
আরশের মালিকের সমীপে৷