শাব্দিক কলা-কৌশল তেমনি আছে,
শুধু সাহসের অভাব অথবা অনর্থের আশঙ্কা৷
যদি এর নাম ভীরুতা হয়, তবে তাই ৷
আত্মরক্ষার উপায় খুঁজতে পথে পথে
গৃহভ্যন্তরে;
মৃত বিপ্লব দিয়ে শুধু এটাই জানানো—
বেঁচে আছি আমি এই ভূধরের
অবারিত কোন এক কোণে৷

যদি কল্যাণের কোন সন্ধান পাই,
তবে আপনিও তার অংশীদার
সমকাল ভাবনার, মুক্তির, উপায়ন্তরে
আপনিও আমার অন্তরপটে ৷