ভালোবাসার মৃত্যু হলে
জীবন অনিবার গঞ্জনা
পাষাণ বেঁধে বক্ষপিঞ্জরে
তুমি বেঁচে আছো রঞ্জনা?

আমি কেউ নই তোমার
তবু জেগে আছি সাথে
পবিত্র মুখ আদির জগতে
উঠতেই হবে প্রভাতে

ভালো থেকো অরুন্ধতী
ধৈর্যের বোঝা বয়ে
দুঃখ যতই নিদারুণ হোক
নিও আপনারে সয়ে ৷

কোন পথে কিভাবে আমি
বন্ধুর বসনে এসে
ফিরে যাবো ফের আপনাতে
বৃথা সংলাপ শেষে ৷

ভালো থেকো ওগো অপরিচিতা
ওগো আদির মাতা
সত্যের পথে রাখেন যেন
তোমারে আমার বিধাতা ৷

০৭০৫২০১৯
চাপড়া