সাহিত্যের আকাশ কখনো মেঘমুক্তির কৌশলে
অসভ্যতার তুলিতে আঁকে অন্ধকার দিন-কাল
সত্যের মতো সুন্দর নয় তবু ভালোবাসে ছলে
অহেতুক দর্শনে কাঁপে প্রশান্ত আকাশ-পাতাল ।
আঁধারের সেইখানে এসেছিল জীবন দর্শন
তপ্ত মরুর কাঠিন্য হলো নির্মল ত্রিশ পারায়;
বেবাক শিল্পীর কথাশিল্পের যতো আয়োজন
সব ম্লান হলো কুরআনের সোনালী লিপিকায় ।
আজ সাহিত্যের লোকালয় ভরা পুরনো অসুখে
সংস্কৃতির মোড়কে অসভ্যতার নীল অন্ধকার;
গরল সমাজের মস্তকে, সদ্য তরুণীর মুখে
চেতনার গলি ভরে অধর্মে মননে স্বেচ্ছাচার ।
অপরাধবোধ নেই ব্যক্তি কিংবা সমাজের মুখে
হারাতে যাচ্ছি সোনালী সময় সাহিত্যের অসুখে।
20072021
কুলগাছি