স্থির অবস্থানে দৃঢ় থাকা সত্যিই কঠিন
চঞ্চলতা, স্ববিরোধ অবস্থানে বিনোদন
রয়েছে বিস্তর; কৈফিয়ত নেই কোনদিন
যদিও যুগের অভিযোগ সহস্র যোজন
দূরে। এযুগের সাধুজন কৃত কিছু পাপ
স্বেচ্ছাচারের উন্মুক্ত অথচ ভঙ্গুর অস্ত্র
সুযোগে বলী হওয়া যমানার পরিতাপ
ধোঁকা দেয় সুবর্ণ কঙ্কন আর দামী বস্ত্র।
যখন ভোর মেখে থাকে ওর পবিত্র মুখ
যেন মায়ায় বাঁধানো কথাকার মনে হয়
অহঙ্কারে ফুলে ওঠে গর্বিত আমার বুক
বিকালে বিবস্ত্র সে; হারায় নিজ পরিচয়।
সাধ, তাকে বাঁধি আমার ইচ্ছার ঘেরাটোপে
কালের বিধানে আমি টিকতে পারিনি ধোপে।
১৮০৫২০১৯
১১;০১ গেদে লোকালে