প্রতিদিন প্রতীক্ষায় থাকে একটা ভেজানো দ্বারে
নির্মল সকাল রৌদ্র দুপুর কিংবা গাঢ় আঁধারে
মৌসম নিরপেক্ষ পরিষেবা দ্বারের বিপরীতে
কখনো চিন্তিত নয়  মুক্ত হৃদয় স্বাস্থ্যের হিতে ।

শুকনো হৃদয়ে তাওহীদ গাঁথে যে সৌম্য পুরুষ
বর্বর অন্ধ জাতির আজ ফেরাতেই হবে হুঁশ
এই প্রত্যয়ে স্রষ্টার পরিচয় নিয়ে আচরণে
নবুওতী দায় পৌঁছান তিনি প্রতিটি গৃহকোণে ।

আদিগন্ত মরু বিশ্বাসী গণে ভালোবাসলো যারা
রিসালাত ভরা অমীয় বাণীতে শত্রু হলো তারা,
উদিত সূর্য সাথে নিয়ে জ্বালিয়ে ঈমানের বাতি
ফেরার পথে আকাশ ভরে তারারা উঠেছে মাতি ।

ক্লান্ত শ্রান্ত নবি আমার যেমনি এসেছেন দ্বারে
পেয়েছেন রোজ আম্মারে,দাঁড়িয়ে আছেন দুয়ারে ।

০৫০৪২০২২
দমদম