(১)
হরফ গুলো যুক্ত হয়ে শব্দ গড়ে কই
মিথ্যা দিয়ে বিষ বৃক্ষের গাছে ধরে মই
রাজনীতিতে দাঙ্গানীতি মিলন ভূমি পরে
সকাল হলেই রুজীর টানে একই সাথে হই৷

(২)
মা মরেছে ছোট্ট কালে, দুখীর সুযোগ নিয়ে
হিংসার বীজ বপন করে তারই শিরে গিয়ে
ফুলের মতো কিশোর সেতো, কিসের লাগি হায়!
বিদ্বেষী বিষ ঢুকল মাথায় কোন ফোকর দিয়ে?

(৩)
রাষ্ট্রনীতির তোদের যদি এতই থাকে বল
মিথ্যাচারের পথ ধরে ভাই হচ্ছো কেন খল?
উন্নয়নের রূপরেখাতে, নতুন দিশা এই ধরাতে
অর্থনীতির জোর বাড়িয়ে দেখাও না তার ফল৷

(৪)
রাম-রহিমের মিলন ক্ষেত এ বঙ্গ ভূমির প্রাণ
যে মাটিতে হিন্দু-মুসলিম একসুরে গায় গান
তোমরা কেন আঘাত করো একতার এ বন্ধনে?
সম্প্রীতিরই মালা গেঁথে মোরা বাঁচাই ঐক্যতান৷

(৫)
সাবধান আর সজাগ হয়ে থাকব মোরা নন্দনে
নিঠুর মনের আবর্জনা  হঠাবো ফের বন্ধনে
কালনাগিনীর মহাগরল, কখনো সে হয়নি সরল
বুঝব মোরা হৃদয় দিয়ে ভালোবাসার স্পন্দনে৷