রংধনু থেকে রক্ত রঙটা বেছে নিতে চাই
কারণ, রক্তাক্ত অনভূতিটা মিশিয়ে
গোপন করতে চাই আমার মৃতপ্রায় বাসনাকে;
জীবন্ত লাশ দর্শনের লজ্জাও এর হেতু৷

আকাশ হতে এখনো ঝরে রহমত-বরকত৷
নৈরাশ্য বিশ্বাসের নীতি নয়,
এই সূত্র ধরেই বেঁচে আছে একটা দল
আমি দলে বিশ্বাসী নির্দল, নৈশ সঙ্কুলে৷

ঋনাত্মক-ধনাত্মক, উভয় পাওয়ারের গ্লাস চাই
তারই সন্ধানে ভ্রমণের আশু প্রয়োজন;
সাদাকে কালো দেখছে আমার সহোদরেরা
যদিও এ রোগের প্রাদুর্ভাব মহামারীর পর্যায়ে৷

ক্ষমা করবেন, যদি বেজে যায় ইস্রাফিলের সিঙা,
আমি আর ফিরব না! রঙ চেনাতে তোমাদের ঘরে;
তোমরা যারা প্রবল পরাক্রমে বাহুবল দেখাচ্ছ,
প্রস্তুত করো নিজেকে আর মহাআদালতের জবাব৷

'বেনিআসহকলা'র লাল রঙে শোভিত দেহগুলি
রংধনুর অবশিষ্ট রঙের কৈফিয়ত চাইবে;
সুন্দর লেন্সগুলির সাক্ষ্য তোমাকে বিপদগ্রস্ত করবে,
অন্ধত্বের পূর্ণ জবাবদিহিতা চায় এ রংধনু তত্ত্ব৷

০৩০৭২০১৭
কুলগাছি

(বিঃ দ্রঃ কবি Monomita Chakraborty পরামর্শ ছিল রামধনু শব্দটা পরিবর্তন করে রংধনু করার৷ আমি পরিবর্তন করে দেখলাম প্রথমলাইনে খুবই মানাচ্ছে৷ তাই পরিবর্তন করলাম৷)