তখন তাকে চেনা সহজ হতো
যখন তার স্বপ্ন অন্ধকার দেখেনি;
বরং স্বপ্নের চৌহদ্দিতে থাকতো
আরও নির্মলতা ও আশার ব্যঞ্জনা
তার অঙ্গ সঞ্চালনা শোভা পেতো ৷
অজানার পথটাই সবাই বলে দেয়
অথচ চেনা পথে পা হাঁটে না কখনো
এমন বিদগ্ধ গুণীজন প্রতি মহল্লায়
তাই বৈকল্পিক ভাবনা হয়েছে প্রকট
পরিবর্তনও তাই সাধ্যাতীত নয় ৷
রহস্য আর কৌতুহলে আবশ্যিক সম্পর্ক,
কেনই বা ভাববো অজানার অন্ধকার নিয়ে
বরং চেনা আলোর প্রতি অযত্নই শঙ্কা;
ধ্বংসের ধূসর রঙই হয়তো সেই দর্শন
যার কাব্যিক ব্যাখ্যা হতে পারে
চুড়ান্ত বিনোদনের এক রঙ্গ-কৌতুক ৷