একটু চিড়়ে সামান্য গুড় এর বেশি নয়
একটা সময় এটুকুই ছিল পরিচয়
তারপর ছুঁয়েছে ক্রমোন্নতির বিনোদন
রঙ চড়েছে বিস্তর তৃপ্ত আম্মারাহ মন
শত কল্যাণ সিয়ামে ফেসবুকে ছবি আঁকা
রাতের নামাজে কেন জানি মুসাল্লাটি ফাঁকা
রকামারি ফল ইফতার হয়ে বসে থাকে
দরুদ পাঠ, ইন্তেজার গল্পতে ধরে রাখে।
তাহাজ্জুদ ভুলে গেছে; ঘুম ভাঙে না ফজরে
উপাসনা তাকিয়ে থাকে অন্য কারো নজরে
তাকওয়া নিয়েছে বিদায় অন্তরাত্মা শূন্য
সাধনা ব্যতীত সিয়াম ইবাদতে নগন্য।
শুদ্ধ আত্মা ফিরে আসুক সিয়াম সাধনায়
সাহরি-ইফতার পূর্ণ হোক পবিত্রতায়।
১৭০৫২০১৯
কুলগাছি