তুমি এসেছিলে তাই,
ঘুচেছিল তিমির নিশা, এসেছিল আশার প্রদীপ
মানুষের মাঝে ভেদাভেদ ছিল না আর
ধ্বংস হয়েছিল হিংসার দাবানল
তোমার সুন্দর মুখের বচন তাই,
আজ হয়েছে লক্ষ্য লেখনীর খোরাক৷
তুমি জাগিয়েছিলে তাই,
জেগেছিল অগণিত পাপী শিশুর মতো
নিষ্পাপ হয়ে৷
জেগেছিল তাদের বুকে হিম্মতের পাহাড়
দূর হয়েছিল অসভ্যতার জঞ্জাল
স্বচ্ছ জলধারার মতো অন্তর গড়তে
তুমিই ছিলে সহায়ক৷
তুমি দিয়েছিলে তাই,
সেদিন পেয়েছিল এতিম সোহাগের হাত,
গ্রন্থিবদ্ধ হয়েছিল মৈত্রীর বন্ধন৷
তুমি দিয়েছিলে তাই,
মেঘহীন আকাশের মতো নির্মল হয়েছিল
মানস সরোবরের কঠিন মাংস পিণ্ড৷
তুমি এসেছিলে তাই,
ভোরের পাখির মতো জেগেছিল মুসুল্লিগন
পঞ্চস্তম্ভে শান্তির বার্তা আজও তাই ছড়িয়ে ধরায়
প্রান্তরে প্রান্তরে
দূর্ভেদ্য আঁধারের মাঝে
সকলের অন্তরে৷
২০০৬
বেকার(গভঃ) হোস্টেল