লীন হয়ে আছে নীলে
প্রাণের জড়তা
বনের বনষ্পতি ৷

দৃশ্যমান পাতলা আঁধার
শুধু পৃথিবীর জারিত জারজ,
সংহারী নিরঙ্কুশ মেধা
জাহান্নামের সরল পথ ৷

প্রতীক্ষার জন্য অপেক্ষা
আসা-যাওয়ার চুড়ান্ত
বেলাভূমি এক
ভয়ঙ্কর অন্ত সফর ৷

এই হেতু বলা
অঙ্কুরোদগম বীজে
জৈবনিক নিয়মেই
সিঞ্চন করো ৷

ভয় শুধু সূর্য্যটা
কখন প্রাত্যহিক নিয়ম
বদলাই; কারণ এই নিয়মেই
লেখা আছে কেয়ামতের জন্ম ৷


14092017
বারোভেগে