ধৈর্য ধরা উচিৎ সত্যকে মুঠো বন্দী করে
মৃত্যুর পুরীতে যেতে পার হতে হয় জন্মের ফটক
এরই মাঝে কিছুদিন বেঁচে নিতে হয়৷
বাঁচবার অধিকারের সনদ নিয়ে এসেছিলাম
অথচ দেখলাম কত অবকাশ চুরি হতে,
এজন্যই 'সর্বভূক' অপবাদেও আমি শান্ত৷
প্রয়াসের ভার নিয়ে তুমি হাটাপথে
খুব অহংকার করতে ইচ্ছা করে,
তার কারণ সূর্যের চাঁদ মাধ্যম জ্যোৎস্না নয়,
তোমাকে ভালোবাসি বলে৷