আসে বার বার, অগনিত বার
অন্তর সন্তরে অনুভূতির সফেন
ভালোবাসার সেখানে নিষ্ফল দৌড়
তুমি বোঝোনি কখনো নিরাকার সে রূপ
মান-সম্মান আর লৌকিকতার মোহে
ছেড়ে গেছো সে অমূল্য সুন্দর বহুরূপ ৷
খালি বেডরুম বয়ে আনে শূন্যতা
লৌকিকতার তাগিদ কোন এক দিনে
নেমে আসে বকেয়া ভালোবাসা ৷
শরীর খেলার প্রয়োজন আর কিছু দিন
তার আগেও যদি ছুটি চেয়ে নিই
কমবে না কখনো তোমার রঙিন স্বপ্ন ৷

ক্ষমা কোরো যদি হারিয়েই যায়,
যাত্রা হোক দৃষ্টি পেরিয়ে সুদূর কোন দেশে
কিংবা না ফেরার জগতে
চিন্তা কোরো না ক্ষমার সবটাই রেখে যাবো
আর তোমার লক্ষ্য পূরণের ইচ্ছেটা ৷

বাঁচার ইচ্ছেটা আজও মরেনি
মরে গেছে বেঁচে থাকার পুরনো পদ্ধতি
ক্ষমা কোরো— আবারও
যদি যাত্রা শুরু করি, তবে ফিরে আসার স্বপ্ন শুধু কল্পনা ৷
বেঁচে থেকো সকলের মাঝে পূর্ণ সম্মানে ৷

০৮০১২০১৯
  দেবগ্রাম