গ্রামে বসে শহুরে চিন্তায় নিমগ্ন ছিলাম
কল্পনার রূপ-রস ডিঙিয়ে ভগ্ন অন্তরে
শুয়ে আছি। হাতে পত্র;  প্রজাপতি আঁকা খাম
পথ ভেঙে কতকাল যেতে হবে কালান্তরে।

কোন মহলের পাদদেশে বসে লেখা চিঠি?
স্বেত পাথরের সমাধীর মতো অবিচল
প্রতি ভাঁজে যেন ভালোবাসার উর্বর মাটি
ভগ্নতার শহরে বন্ধ ভাবনার অর্গল।

দূর কোন মঞ্জিলে কন্ঠ চুঁইয়ে অভিমান
নেমে আসে। সকাল-সন্ধ্যায় দেখি হাসিমুখ
পিঁপড়়ের সারি যেন এক নিয়তির গান
ধারনা বিশ্বাস করে দূরে ঠেলে দেয় সুখ।

আমার হাতে যে পত্র, তাতে নেই কোন নাম
সময়ের স্বপ্ন যেন প্রজাপতি আঁকা খাম।

৩১০৫২০১৯
কুলগাছি