নানা প্ররোচনায় ইলমের ধারক
ঝঞ্ঝা এড়িয়ে এক রিম প্রশ্ন এঁকেছে ,
বিনা প্রশ্নে যুগাধিক তার্কিকের আসনে
আত্মকল্যাণমুখী বিদগ্ধ প্রাবন্ধিক।

কিছু নামের মোহে কিছু নামের ঘৃণায়
নর্দমার নোংরা বিস্তার করে তার প্রবন্ধ,
সত্য বিযুক্ত সন্যাসীসহ লম্বকর্ণ বধীর
জালেমের মস্তকে ধরে রাখে সুদীর্ঘ ছাতা ।

স্বাধীনতার আবর্তে ধর্ষণাঢ্য রাষ্ট্রনীতি
প্রবন্ধের কোন পরতে নেই তার ইতিহাস
ধর্ষিতার আয়ুর পরিধি নিয়ে আলোচনা নেই
প্রেক্ষাপট নিয়ে আধঘন্টাও হয় না কখনো।

আইনের অহেতুক মৌনতায় মৌমিতা মরে
তনু-আসিফা-নির্ভয়ার প্রতিনিধিত্ব করে
সভ্যতার কথা পেড়ে আমি আজ বিরাগভাজন
সুযোগসন্ধানী প্রবন্ধে তোমরা হলে সুধীজন ‌।

কাফনের শপথ করে মুঠোচ্যূত বিপ্লব নিয়ে
কতদূর হাঁটতে পারো সেই প্রতীক্ষায় লেখনী
শ্মশান বুক করে একপ্রস্থ প্রতিবাদ স্থির হলে
সরকারমুখী বিকল প্রবন্ধের প্রসব ঘটে।

২১০৮২০২৪