ফিরে আসি বার বার তোমার
রূপকপ্রভার সম্মোহনী রৌশনে
ফিরতে হয় কবিতার দেহ বেয়ে
বিকল্প ভাবনার বিদগ্ধ যৌবনে৷
নিজস্ব রূপে, পরিবর্তিত অবয়বে
দেখি বার বার কৃষ্ণচূড়ার রঙে;
কখনো বর্ষার জলোচ্ছ্বাসে সরোষে,
এলোকেশী কোন নবযৌবনার ঢঙে৷
রূপসী বাংলার রূপসী বধূর বেশে
গৃহশোভা হয়ে ৷ কখনো দোয়েলের
পুচ্ছ তাড়নার মতো অশৃঙ্খলতায়;
কখনো ইতিহাস পেড়ে বেথেলহেমের৷
রূপকের রূপকার তুমি রূপসুন্দর রথে
অবাক নয়নে দেখেছি তোমায়
রূপধর রূপকের পথে৷
১২০৬২০১৭
কৃষ্ণনগর
( কবিতাটি প্রিয় কবি কবীর হুমায়ুন মহাশয়ের একটা রূপক কবিতায় আমার মন্তব্য)