আমার প্রেমিকা যুগের হুজুগে অভিযোজিত
দরিদ্রতার দাগ মিশে শৈশবের ক্ষুধায়,
যৌবনের প্রথম প্রহর তমাশাচ্ছন্ন শিক্ষানবিশ
তখনও প্রেম ছিল প্রেমিকা ছিলনা৷
আটপৌরে কোন ভালোবাসা নয়
নীল পদ্মের নদী বয়ে গেল আমার হৃদে
কারণ আমার প্রেমিকা নিবেদিত প্রাণ
বহু অর্থে ভালোবাসা ক্রয়ের দুরন্ত লিপ্সা৷
বিস্ফারিত কত নজর বিস্ময়ের দূর্গ হয়েছে
মূলধনের অনুপাতে মান আর সম্মান সন্ধান,
বহুমূল্যের হাতঘড়ি আর ব্রান্ডেড পাদুকা
এযুগে ভেজেনা এমন প্রেমিক দুর্লভ৷
আমিই সেই মহাকৃপণ বেহিসেবি অন্তর্বাহক
যে প্রেম বেচেনা, বিনামূল্যে দিতে চায়,
অর্থে কেনা সম্মান নিয়ে বেঁচে থাক প্রেমী
অধিকারের রসায়ন ব্যালেন্স হোক৷
তুলাদন্ডের খোঁজে আমি চরাচর ভ্রমণে
ভালোবাসার সঠিক ওজনটা করতে চাই
কারণ আমার প্রেমিকা বিত্ত বৈভবে অনন্য
শুধু অনর্থ অর্থে অর্থহীন করা আমার অনিচ্ছা৷
আর হ্যা পাতি দর্শনের প্রবচনটা বলে যাই—
যে ভালোবাসা অর্থে বিকোয় তা প্রেম নয়৷
২১/৪/২০১৭
কুলগাছি