শুনে রাখো, আমি একজন পৃথিবীবাসী
আমার সংক্ষিপ্ত পরিচয় স্বচ্ছ শিলার জনক,
আমার উল্লেখযোগ্য আইডি হলো মানুষ;
তোমার অবহেলা ও তাচ্ছিল্যের পরেও
আমি মানুষ৷
চিনতে চেষ্টা করছ??
জেনে রাখো আমি একজন এইগ্রহী
ভারত নামক কামরাতে বাস,
আমি পায়ে হাটা ভগ্ন স্কুলের ছাত্র
আষাঢ়ের কাদা, শীতের কুয়াশা, বসন্তের ধূলো
আমার পাঠ,
দূর্বার গালীচা আমার শিল্পির দান;
তোমার কি হিংসা হচ্ছে??
মনে রাখো, আমি ফোর পাশ মায়ের সন্তান
সাত সন্তানের পিতার ছেলে
যিনি অনাভিজাত, জোয়ালের বাহক
মেঠো শিল্পের অনবদ্য প্রতীম
পোড়া চামড়ার উত্তরাধিকার,
লুঙ্গির খুটে অর্থ-রক্ষার প্রাচীন কৌশলী৷
তুমি অবাক হচ্ছো??
ভুলে যেও না আমি এই ভূখন্ডেরই,
তুমি আহত করেছ আমার আপনজনদের
নষ্ট করেছ সঞ্চিত শস্য, কারখানার কাঁচামাল
কেড়ে নিয়েছ বহুকাল ধরে যারা প্রতিবেশী
তাদের অকৃত্রিম ভালোবাসা
একসাথে চলার অটুট বন্ধন৷
আমি ঠ্যাঙাড়ে নই, না ছিন্তাইবাজ
তবুও সাবধান!
আমাদের নিজস্ব অধিকারে হাত দিও না,
কারণ আমি বির্যহীন নই৷
তুমি কি ভয় পাচ্ছ??
আমি একজন ভারতবাসী
আত্মরক্ষা আমার জন্মগত অধিকার
নিজেকে বাঁচানো আমার সাংবিধানিক অধিকার,
আমি ভূষণহীন সাধারণ ভারতীয়
উপাধি রহিত খেটে খাওয়া মানুষ
অধিকার রক্ষায় আমি নির্দয়,
তাই আমার ক্রোধ থেকে সাবধান!