এসো পথিক! বিশ্রাম করো
তুমি ক্লান্তি দূর করো
আমার বাসনা,
বলে পৃথিবী৷
কারো মহাসুখ এ বসুন্ধরা
কারো কারাগার,
কেউ বাঁচতে চায়, কেউ চায়
জগৎ পারাবার৷
রাজন! তোমারে চেয়েছে ধরা
ইতিহাস রাখিছে আঁকি
ভুবন ছাড়িয়া ভূগোলের তলে
লইবে তোমায় ডাকি৷