একুশ তো সেই বাহান্নর বহে যাওয়া দিন
প্রাণ দিয়ে জানানো 'আ'মরি বাংলা ভাষা,
চিরবীর শহিদের প্রদেয় রক্তে রাঙানো
বাঙালির আত্ম-অন্বেষা৷

জবান খুলে, কলম সেচে খুঁজে পাওয়া ধন
একুশ তুমি, শির উঁচিয়ে শহিদের হাত ধরে
রক্ত বর্ণের প্রভাত দিয়েছ
সব বাঙালির ঘরে৷

কত যুগ পরে, কত রঙ ধরে একুশ ফিরে আসে
অহঙ্কারের সোপান বাঙালির বীরগাথা
সাহিত্যের খাঁজে, কবিতার ভাজে
ভাষায় ভাস্বর বাঙালীর নক্সিকাঁথা৷

যুগ যুগান্তর পেরিয়ে আজো বাঙালি বীর
কলম ধরে শ্রদ্ধা ভরে শহিদ রক্ত করে
বিশ্ব অলিন্দে স্মরিত বঙ্গ সীমা ছেড়ে
বাংলা ভাষার মহামান আজ একুশের পথ ধরে৷

২১/২/২০১৭
কৃষ্ণনগর