নির্জন নগরের নগ্ন বাসিন্দা আমি
দূর্গম প্রাচীরের সিমানায় লেখা—
প্রবেশ নিষেধ
কে তুমি মায়া শক্তির অধিকারিনী?
যেন রুধি সকল বাধা করিয়াছ পণ
বিশাল ফটক করিয়া উন্মোচন
প্রবেশিলা মনে,
আনন্দের বহ্নিশিখায়
আমি জ্বলে যেতে চাই
ছেড়ে যেতে চাই বিদর্ভ নগরের
বন্দীর কারাগার ৷