মরুর মিহি অন্ধকারের আকাশে চাঁদ ছিল
নিষ্কলঙ্ক পূর্ণিমার
ঔজ্জ্বলতায় দিননাথ হলেও নির্মল দ্যুতি
বুক পেতে নেওয়া সেই ছটা
ছিল ভালোবাসার ব্যাঙ্ক, মানবতার উৎস
ঝলমল শামের প্রাসাদ যার গুণে
বহুকাল আগের, নতুন চিরকাল৷
আমি তার ঘুণে ধরা অযোগ্য
উত্তরাধিকার৷
রেখে গেছেন বহু সম্পদ---
সাম্য-মৈত্রী মুক্তির ঢালাই পথ
আহলে সুন্নাহ৷
সারা জগৎ খুজে ফিরি নিজ গৃহে
মোমবাতি জেলে দেখি আমার বিছানা
ভিজে গেছে বিভিন্ন ফেরকার জলে৷
সরল অঙ্কের মতো সোজাপথে সমাধান
অভ্যাসচ্যুত গণিতজ্ঞ জটিল প্যাচে
নোটবুক খুলে দেখি নবী(সঃ) বলে গেছেন
মুক্তির পথে আহলে সুন্নাহ ৷