আমি তখন কেবল স্বাক্ষর, বোধে অঙ্কুর
শব্দগুলো বুঝতাম বড়োদের চেহারায়
অশ্লীলতার বোধ যখন হলো…
ততদিনে সেই শব্দগুলো শ্লীলতায় পরিবর্তিত ৷
কালের চক্রে বহু কবির জন্ম হলো
নিত্য দর্শন ভিন্ন মোড়কে বাজারজাত হলো
যা জ্ঞানে আসেনি তা প্রজ্ঞায় বন্টিত হয়
দূর্বোধ্য শব্দ বিন্যাস কালজয়ী কবিতা ৷
মানবতাবাদীর প্রাচুর্য্যে মানবতা পথে বসেছে
জীবন দর্শনে প্রাধান্য শুধু তারুণ্যের মৌজ
অসভ্যতার পক্ষে হাতিয়ার কৃত্রিম প্রেম
বিধান ও অভিধান আজ বড়ো অসহায় ৷
জ্ঞান আর প্রজ্ঞায় অবগাহনে দেখি পরিবর্তন
নিরীক্ষণ করি অনেক নিরক্ষর কিন্তু মূর্খ নয়,
স্বাক্ষরতার সিঁড়ি বেয়ে শিক্ষিত একটি দল
শংসাপত্র আর সনদের আড়ালে সেই মূর্খতা ৷
১২০১২০১৮
কুলগাছি