নরম বাতাস বুকে নিয়ে বেঁচে উঠি
রোজ- আমি ফটোগ্রাফার
ধুয়ে নিই নাপাক শরীর রাত ভিজে থাকতেই,
ভোরের পাখির ডাকে সাড়া দিই নতশিরে
চার রাকাআত ফজরের৷
পেট ভর্তি ইচ্ছা আমার
মেঘলাকে একবার বলেছিলাম
ভালোবাসায় জমা শ্যাওলা হারিয়েছিল তার সবুজাভ্,
শুকনো আগুনের দুরন্ত চুম্বনে;
আমার নজর এড়াইনি---
এক টুকরো হাসিতে মিশে এক রাশ অবজ্ঞা৷
সকলে সকলকে ভুলে মেতে ওঠে
বাড়ীতে, নগরে, নির্মীয়মান অট্টালিকার ভীতে,
বির্য ক্ষয় করে ফেরে নীলিমার নির্মলতা
রোদ রঙ পাল্টায়
দেখা যায় নিস্তেজ সূর্যের রক্ত ক্যানভাস৷
এসব ধরা পড়ে আমার নিজস্ব লেন্সে
নরম বাতাস বুকে নিয়ে মারা যায়
রোজ- আমি ফটোগ্রাফার৷
রচনাকাল- ২৯-৬-২০১৬
(২১শে ফেব্রুয়ারী ২০১৭ তে ডিঙি সাহিত্য পত্রিকায় প্রকাশিত)