সাঁতার জানি বলে দুরন্ত নদী আমলে নিইনি
রূপকে রূপায়ন করেছি খন্ডিত নৈশ বিভাস
তরঙ্গে তরঙ্গে তীর ভেঙেছে তবু দেখা হয়নি
দৃশ্য ৷ নৈতিকতা স্থবির, সামনে ভয়ঙ্কর ত্রাস
মাতৃস্নেহ, পিতৃ আদরে ভিজে ছিল গোটা শৈশব
বন্ধুতা পেয়ে ভেবেছিলাম—আর কি চাই আমার?
তার পর তুমি ৷ তোমার মধ্যে জাগতিক বৈভব
দেখে প্রতিজ্ঞা করলাম উত্তাল নদী পারাবার ৷

ইতিহাস, পরীক্ষার বিষয় হিসাবে প্রিয় নয়
অথচ ইতিহাস জানতে লোভ হয় প্রশ্নাতীত
রিপ্লেতে দেখে নিই আমার আশৈশব অভিনয়
মনের ভিতর বড়ো কেউ আসে না তুমি ব্যতীত ৷
আমার স্পর্ধা নিভে যাচ্ছে, অন্তরে তোমারই নাম
ডুবে যাচ্ছি আমি; অথচ আমি সাঁতার জানতাম ৷

২২০৩২০১৯
কুলগাছি