১
মনের গহিনে করিয়া যাপন
নীরবে মোরে ভাবিয়া আপন
ভাসিয়ে দিও না প্রিয়া
আমার পৌরুষে তুমিই নারী
হৃদয় বিতানে বিরহের বারি
বহায়ে কাঁদে গো হিয়া।
২
আপনার চেয়ে আপন প্রভু
আমরা তাহারে না হারাই কভু
ক্ষমতা দিও হে রব
প্রেমের বাঁধনে বাঁধিয়াছো তুমি
সবর দিও গো অন্তর্যামী
থামাইয়া মনোরব।