ওগো! কেউ মানুষ আছো?
শিল্পের বেড়ার ধারে
ভালোবাসা খেলা করে
সকালের বাঁধন বিকেলে খোলে
আর নিশীথে হারায়
ওগো! কেউ মানুষ আছো?
রাজনীতির উঠোন জুড়ে
পিশাচ ঘুরে বেড়ায়
দৈহিক মানুষের আদলে
দূর্বলের রক্তের পিপাসা নিয়ে
ওগো! কেউ মানুষ আছো?
খেলার যুদ্ধে যারা বিজয়ী
সুন্দর অবকাঠামোর নিচে
তাদের খ্যাতির লোভ
অভিবাদন জানায় নরখাদকের
ওগো! কেউ মানুষ আছো?
অফিসের কেরানি কর্মঠ
আমলার নিচে ঘুমায়
ন্যায্য জমির মালিকানা পেতে
ঘেমে যায় উৎপাদকের দল
ওগো! কেউ মানুষ আছো?
পাড়ার মুনিষ গাঁয়ের ভিখারী
বিকেলের মাচানে বসে
তেল ঢালে অবিরাম
ত্যালা মাথার গ্রাম্য মোড়লের
ওগো! কেউ মানুষ আছো?
মানুষের ভিড়ে অমানুষ কত
সবখানে ঘোরে মানুষের মত
দিন-রাত ঘোরে অনিয়মের নিয়মে
বস্ত্রহীন পাগলের হাঁক— ও...গো...
তোমরা কেউ মানুষ আছো?