আর কখনো আসেনি এমন নিশুতি রাত
লোক মুখে যতবার শুনেছি তোমার নাম
একবারও পারিনি তুলতে এ দুটি হাত
প্রেমাধারে রেখেছো তবু বুঝিনি তার দাম।

আজ অন্ধ রাতে এসেছি; মনে অনেক আশা
তুমি ডেকেছো কতবার, আমি জড় বস্তুর
মতো নীরব থেকেছি। হারিয়েছি ভালোবাসা।
কখনো খোলা হয়নি তোমার সেরা দস্তুর।

গহিন অন্ধকার! দেখো আমি একা এসেছি
আমি ভুল স্বভাবের, কিন্তু তুমি প্রেমময়
পথিকের সরল পথ আমি আজ দেখেছি
আমারে ফিরিয়ে দিও না গো প্রভু দয়াময়।

কল্যাণ আর ক্ষমা নিয়ে তুমি বাড়াও হাত
সেজদাতে যেন যায় এমন  নিশুতি রাত।

২৪০৮২০১৯
চাপড়া