যদি আর কখনো সকাল না হয় জীবন স্রোতের মাঝে,
যদি না আসে আর স্বপ্নগুলো ব্যর্থ প্রেমের ভাঁজে
সকাল-দুপুর দিনের শেষে
আলোর সাথে আঁধার মিশে
যদি রোদন ভরা উপাখ্যানটি না আসে আর কাজে ৷

আসমানী রে! হঠাৎ যদি ঘুম ভেঙে যায় তোর
যদি মধ্যরাতের স্বপ্ন টুটে এগিয়ে আসে ভোর
রাগগুলো সব ফেলতে ঝেড়ে
যদি না পাস মোরে জগৎ ঢুড়ে
কাটবে কি তোর অতীত করা হাজার স্মৃতির ঘোর?

চতুর্দিকে সম্মানী সব নিয়ম-নীতির খোলস পরে,
তোর প্রেমের বাঁধন কেটে অনিয়মের পাহাড় চড়ে
চোখের পানির আড়াল থেকে
যদি না পারিস রাখতে ঢেকে
ডুকরে কেঁদে সোনার পুতুল জড়িয়ে রাখিস ধরে ৷

যদি প্রেমের ব্যথা বুকের মাঝে নিরবধি আগুন জ্বালে
যদি অবোধ মনের মূর্ত প্রতীক থাকতে নারে অন্তরালে
নিত্য যতো কালি ঢালা
হৃদয় ভরা কথার মালা
যদি পাথর বাঁধা পাজর ভাঙে দিনের পরে দিন ফুরালে?

আবার যদি সকাল আসে নিকষ কালো রাতের শেষে
অন্ত সফরের মুসাফির আসে যদি ফের নতুন বেশে,
তোর চোখের তারায় যদি
পথিক খোঁজে জীবন নদী
সেদিন স্মৃতির সাগর ছেড়ে প্রসন্ন মুখ উঠবে হেসে ৷

১২০২২০১৯
   চাপড়া