ইতিহাসের পাতাগুলো খেয়েছে সময়ের ইঁদুর
সেখানে পড়েছে ভাগাড়ের শকুনের দাগ
সুন্দর মিথ্যাগুলোর কি বুনো বিক্রম!
রক্তশূন্য দেহগুলি হলদে চোখে তাকায়
কত সুন্দর আনকোরা অন্যায়!
আইন সিদ্ধ করে, পুড়িয়ে তৃপ্ত রক্তশূণ্য রোগী
অনাবৃত দেহে লজ্জা সেটে নেই গন্ডারী ছালে
জাত মেরে জাতীয়তার ফানুস
পশুমতির প্রসবে পদসংখ্যা বেড়ে চার,
মৌসুমী জলবায়ুতে প্রস্তুত পরিপাক্য
সভ্যতার ক্ষেত থেকে অসভ্য ফসল,,,
সমাজে কীট আছে কীটনাশক নেই
বিষ ছড়াতে না পেরে উগরে দিলাম
হজম না হওয়া বিষাক্ত ঐক্যের ক্রোধ৷
১/৪/২০১৭
কুলগাছি
( কবিতাটি দৈনিক কলমে সাহিত্য পাতায় প্রকাশিত৷)