সমস্ত কথাগুলি অর্থহীন হয়ে যায় দিনান্তে
যেন নবদিগন্তে ভেসেও অরণ্যের অনুরণন
অমূল্য রত্নাকরের বিপণী আস্ত শুঁড়িখানা
আমরা অনির্দিষ্ট কাল ধরে এই পথেই খুশি৷

মরুভূমির ধূ ধূ প্রান্তর ছাড়িয়ে যে মরুদ্যান
সেখানেও আশাহত; পেলাম শবদেহের পুরী
চন্দনা, নন্দীনী আর পুষ্প-পল্লব বনানী
জাগরিত হিল্লোল নিগ্রহী নেশার তমা নিশা৷

তাই,
ভেবেছিলাম সব ছেড়ে চাই ছায়ার আঁচল
সেখানেও সন্দেহের তীব্র গন্ধময় ভাগাড়
বিকর্ষনে মিলিত ক্ষেত্র হবে জ্বলন্ত অঙ্গার
এ আর বিচিত্র কি?

সাজানো খেলাঘরে পরাজিত যন্ত্রণার যৌবন
শান্তির লক্ষ্যে শুরু করেছিলাম ম্যারথন
ফিনিশিং ফ্লাগ ছুঁয়ে আর উঠে দাঁড়াতে পারিনি
কারণ, তার পরে হাঁটার মতো আর পথ ছিল না৷

আমার জীবন যদি কারো শিক্ষার পাথেয় হতো
অথবা একটু অবকাশ ধার হিসাবে পেতাম
তবুও কি জয় হতো জন্মাবধি আশার পূর্ণতায়?
আসি বন্ধু, আবার হারায় ঘুমের গভীর অরণ্যে৷

০৩০৯২০১৭
কুলগাছি