যামিনী ভেদক তুমি হয়ে নিশাচর
আঁধার নাশক ওগো শব্দ কারিগর
আনমনে ধীর লয়ে সেচছো সাগর
শান্ত রয়েছে যখন বিশ্ব চরাচর ৷
সাজাতে শব্দমালা অতন্দ্র প্রহরায়
কি-বোর্ড জীবন্ত পেয়ে আঙুলের ছোয়া
আল-ক্বাসিম নির্মাণে পাবে কত দোয়া
মজবুত শব্দযুথ নিশার নেশায় ৷
রাত কেটে ভোর পানে ছুটেছো রানার
রাত্রি করোনি খেয়াল তুমি যামিনী পাল
ছেড়েছো কলম তরী ধরে আছো হাল
খবর বয়েছো তুমি নয়া জমানার ৷
তুলে দুটি হাত আমি করি মুনাজাত
আসে যেন রাত শেষে নতুন প্রভাত ৷
০৯০৬২০১৮
কুলগাছি