নীলিমার কবেকার কথা— প্রেমময় তুমি মোর
আমি শুভ্র শঙ্কর মরুভূমির মরা কঙ্কর
বলেছিলো মোরে— তুমি মোর সাগর সেচা মণি ৷
আরক্ত মুখচ্ছবি তার ভালোবাসা ভেজা ফুলদানী
চুল তার মধ্যরজনীর বংশদলের নিচে নামা আঁধার
জীবনের চিরশোভা বিকীর্ণ বিহার সদা চঞ্চলা
বিরহকাতর বেদনা বিধূর আঁখিদ্বয় সজলা ৷
নীলিমা বিনয়ে সেদিন বলেছিলো—
বিদীর্ণ বক্ষপিঞ্জর মোর, রক্তবর্ণের নেশা নয়নে
কোন পথে আসিলে মনে? ভাবনা শয়নে স্বপনে ৷
দিবস-যামী যাপনে পরাগ মিলনে পূর্ণ পরশে প্রাণ
আনন্দ স্পর্শে মুগ্ধতা, মনোরম বিহ্বলতা বিধির দান৷
নীলিমার আজিকার কথা— নির্বোধ তুমি বুঝিনি
নিষ্ঠুর তুমি নির্মম, নেশাগ্রস্থের অনিবার গঞ্জনা
বলিছে নির্দয় অহঙ্কারী; ছিঁড়তে চাও পুষ্পকাননের কুঁড়ি?
মুখ তার মায়াহীন অনর্থ অর্থ পিয়াসীর আভরনে ভরি
স্বযত্নে লালিত আশা বহু প্রত্যাশিত আপনার ধন
আমি নাকি চেয়েছি বিনা সিঞ্চনে শুকিয়ে করিতে নিধন
নিষ্পলক নেত্রে নির্বাক বিদিশায় নির্মল মহাকাশ
অপবাদ শোকে জলধর বেশে ক্রন্দন পথে ধারাপাত ৷
যবে অমা-নিশায় অধিকার করি নীলাম্বরখানা
পাশ ফিরি অনিদ্রা যাপনে বুকবথ্যা নামে অবতরণিকায়
ইন্দ্রজাল টুটে নামি রক্ততটে কৃত্রিম ভালোবাসা বিভূঁইয়ে
অলস দৃষ্টিতে রুধি অতীতে ভাবি নব দীপশিখা বিষয়ে ৷
(পুরাতন একটা কবিতা, ডাইরীর পাতা থেকে)