ধৈর্য ধরে সহ্য করার
সবর ভরা মন
তাই তো তুমি হয়েছো
আদর দেওয়া বোন

পরের ঘর আপন করা
ভালোবাসার যাদু
সংসারে যে সুখ এনেছো
তুমিই প্রিয় বধূ ৷

কষ্ট করেও শিষ্ট তুমি
শহর থেকে গাঁ
তাই তো তুমি হয়েছো
মোর স্নেহময়ী মা ৷

সংসারটা সামাল দেওয়া
কাজটা বড়ো ভারী,
মা বধূ বোন কন্যা তুমি
শ্রেষ্ঠ তুমি নারী ৷