সব অর্থ বিকিয়েও নিশ্চিত নই
একটা মুক্তির সনদ পাবো কিনা;
বেলা বয়ে যায় সাদা-কালোর চক্রে
একটা সনদই তো…
আটকে যায় অধিকারের প্রশ্নে
প্রেমিকার গোলাপ রঙা ওষ্ঠে
জনক-জননীর অশ্রুতে
অধীনস্তের কুশিক্ষায় ৷
একটা সনদই তো…
যার প্রতিটা লিপি আচরণের স্পর্শ
বিশ্বাসের বীজে লেখা তার ললাট; চাই
অবিচল লক্ষ্যে নিরহংকার অন্তঃকরণ ৷
দুশ্চরিত্রের সত্যায়িত চরিত্রসনদ
সূর্যের জ্যোতি ফেলা পৃথিবীতে হয়,
আমার তো নরক মুক্তির আকুতি
চিরশান্ত কুঞ্জের অভিলাষ ৷
হে করুণাময় মহা কারণিক,
তোমার চরণে আমার একমাত্র মিনতি
শুধু একটা মুক্তির সনদ ৷
০৭১০২০১৮
কুলগাছি