ম্রিয়মান মনে যখন তুমি মনোহরা
তখন রূপকের ডালে সেজে ওঠে
মনখারাপের অনন্য রূপকথা
উপমা বাহারে রঙিন এক কালো ফুলদানী৷

পাহাড়ের বুক চিরে নেমে আসে যেন
স্বচ্ছসলিলার স্রোতস্বিনী
ফুটে ওঠে চিরচেনা দিঘীর পদ্ম
অথচ সে কঠিন প্রস্তরের খন্ডিত শিলা৷

তোমার একান্ত আপনার গৃহে
রুদ্ধ দ্বার খোলে দিবস-রজনীর ইচ্ছায়
নির্মল আলোয় সন্দেহে পথিক,
নির্মল জ্যোৎস্না না সূর্যের প্রথম রশ্মী?

তুমিই সেই প্রতিমা,
যে চিনেছে পল্লীবধূর উনুনের ধোঁয়া,
বারুদের বিষাক্ত বহ্নি
আর ভূগোলের ইতিহাস৷

তাই,
নয়ন জুড়ে নেমে আসা বারিধারা
ধুয়ে দেয় অন্তর পাড়,
প্রবল দুর্যোগ হানে সুবিশাল প্রাচীরে
তার পরেও উত্থিত আহত অন্তর
সজীবতায় প্রাণবন্ত অনন্য শক্তিবলে৷

রূপকের মালা গেঁথে তুমিই হতে পারো
আগামীর কথাকলি,
কারণ মনের মধ্যেই তুমি মনোহরা